তামিম আল হোসাইন 22 June, 22
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,ঝিনাইদহ -এর স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া'র-২০২২-২০২৩ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একাডেমিক ভবনে সংগঠনের অফিস রুমে ২য় ব্যাচের শিক্ষার্থী আবু হাসানকে সভাপতি ও সাইফুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনের সম্মাণিত মডারেটর ইঞ্জি. মো. আল আমিন হাসান।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মো:শরিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সভাপতি ১ম ব্যাচের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেনসহ বিদায়ী ও নবগঠিত কমিটির সকল সদস্যগণ।
অনুষ্ঠানকে দুইটি অংশে ভাগ করে প্রথম অংশে ফিতা কেটে ও কেক কেটে সংগঠনের অফিস রুমের শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়।
২য় অংশে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে পর্যায়ক্রমে পোলো-শার্ট উন্মোচন,কমিটি ঘোষণা, সদ্য বিদায়ী কমিটির সদস্যদের মাঝে সংগঠনের সার্টিফিকেট এবং কার্যকরী সদস্যদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সভাপতি ও প্রধান অতিথি সংগঠনের সার্বিক বিষয় নিয়ে ব্যাখ্যামূলক এবং উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
সবশেষে নতুন কমিটির অধীনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।