ভার্সিটি ভয়েস ডেস্ক 08 Apr, 19
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তি করায় ভণ্ড বক্তা হাবিবুর রহমান রেজভীকে আটক করেছে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশ।
গতকাল রোববার বিকালে কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের গেঞ্জিপট্টি মার্কেট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
গত বৃহস্পতিবার হাবিবুর রহমান রেজভীর বক্তব্যের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশে খবর দিলে কটিয়াদী মডেল থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘হাবিবুর রহমানকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে কটিয়াদী মডেল থানা হেফাজতে রয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।’