ভার্সিটি ভয়েস ডেস্ক 07 Apr, 19
ইন্টারনেট দুনিয়ায় ভিডিও শেয়ারিং ও দেখার জনপ্রিয় মাধ্যম ইউটিউবে গোল্ডেন বাটন পেয়েছেন পাকিস্তানের প্রখ্যাত দাঈ ও মুবাল্লিগ মাওলানা তারিক জামিল। ইউটিউবে তার ভিডিওয়ের জনপ্রিয়তার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরষ্কার দেওয়া হয়েছে।
মাওলানা তারিক জামিল বিশ্বজুড়ে জনপ্রিয়; জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। ইউটিউবে মিলিয়ন সাবস্ক্রাইবার পার হওয়ার পর তিনি গোল্ডেন প্লে বাটনটি পেয়েছেন।
জানা যায়, তারিক জামিলই হচ্ছেন প্রথম ব্যক্তি, যিনি পাকিস্তানের মধ্যে ইউটিউবের গোল্ডেন প্লে বাটন পেয়েছেন। তার বক্তব্যের ভিডিও ইউটিউব ব্যবহারকারীরা বেশি পছন্দ করে থাকেন। এ ছাড়া, তিনি ইসলাম ও সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন কনটেন্ট শেয়ার করে থাকেন তিনি।